Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভাসমূহ

সভার মন্তব্যের অবিকল নকল

সভার স্থানঃ ৬নং বয়ড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়।

তারিখঃ ২৮/০৫/২০১৪ইং

উপস্থিত সদস্য / সদস্যাদের নাম ও সাÿরঃ

 

ক্রঃ নং                নাম                            পদবী                          স্বাক্ষরিত

০১। জনাব, মোঃ জাহিদুর রহমান তুষার            চেয়ারম্যান,                         ’’

০২। জনাব, মোঃ মোজাফফর হোসেন               ইউপি সদস্য                         ’’

০৩।   ’’    মোঃ আলম বেপারী                               ’’                           ’’

০৪।   ’’    মোঃ মোবারক হুসাইন                            ’’                           ’’

০৫।   ’’    মীর লাভলু মিয়া                                   ’’                           ’’

০৬।   ’’    সামসুদ্দিন আহম্মেদ                               ’’                           ’’

০৭।   ’’   সেকেন্দার হায়াত খান মজলিস রেজা             ’’                           ’’

০৮।   ’’   পরেশ চন্দ্র মন্ডল                                   ’’                           ’’

০৯।   ’’   মীর মাহমুদ হাসান                                 ’’                           ’’

১০।   ’’  মোঃ খলিলুর রহমান খান                           ’’                           ’’

১১। জনাবা, ছালমা বেগম                                      ’’                          ’’

 ১২।   ’’     সুফিয়া বেগম                                     ’’                           ’’       

১৩।   ’’      ছালেহা বেগম,                                  ’’                           ’’

১৪।    জনাব হাবিবুর রহমান                        এন জি ও প্রতিনিধী                 ’’

১৫।   জনাব, মোঃ মঞ্জুরম্নল হক ভূইয়া                       সচিব                       ’’

আলোচ্য সূচীঃ

১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

২। ২০১৩-১৪ অর্থ বৎসরের কাবিটার প্রকল্প  প্রস্ত্তত ও প্রেরণ।

৩। বিবিধ।

আলোচনা

 

          অদ্যকার সভার মোঃ জাহিদুর রহমান তুষার চেয়ারম্যান বয়ড়া ইউপি। সভাপতি আসন গ্রহণ করিলে সভার কাজ আরম্ভ করা হয়। সভায় বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শুনানো হলে উহা কোনরূপ পরিবর্তন ব্যতিরেকে অনুমোদিত ও গৃহিত হয়।

          সভায় উপস্থিত সকল সদস্য/সদস্যাদের ধন্যবাদ জানিয়ে সভাপতি সাহেব সভার কাজ আরম্ভ করেন। সভায় সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যকে জানান যে, ২০১৩-১৪ অর্থ বছরের কাবিটার বরাদ্দ বাবদ ২,০০,০০০( দুই লক্ষ) টাকা পাওয়া গিয়াছে। উহা হতে কাবিটার প্রস্ত্তত ও প্রেরণ করা প্রয়োজন। উপস্থিত সকল সদস্য/সদস্যাদের আলাপ আলোচনা শেষে নিন্মোক্ত প্রকল্প গ্রহন ও প্রেরণের সিদ্ধান্ত গৃহিত হয়।

 

১। যাত্রাপুর কবরস্থান হইতে যাত্রাপুর ব্রীজ পর্যন্ত রাস্তা নির্মান। বরাদ্দ ২,০০,০০০(দুই লক্ষ) টাকা।

         

 

         অদ্যকার সভায় আর বিশেষ কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার মুলতবী ঘোষণা করেন।

 

 

 

 

 

                                                                                                                       (স্বাক্ষরিত)

 

 

          মোঃ  জাহিদুর রহমান তুষার

        চেয়ারম্যান

  বয়ড়া ইউনিয়ন পরিষদ

                                                                                                                হরিরামপুর, মানিকগঞ্জ।